Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মে ২০২৫

‘বাংলা একাডেমি লেখক কর্মশালা ও পুস্তক প্রকাশনা উৎসব ২০২৫’—এর উদ্বোধন


প্রকাশন তারিখ : 2025-05-20

বাংলা একাডেমি আজ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২/২০শে মে ২০২৫ মঙ্গলবারবিকেল :০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষেবাংলা একাডেমি লেখক কর্মশালা  পুস্তক প্রকাশনা উৎসব ২০২৫’—এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। স্বাগত বক্তব্য প্রদান করেনবাংলা একাডেমির সচিব মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবমোঃ মফিদুর  রহমান। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলাএকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।  

মোঃ সেলিম রেজা বলেনবাংলা একাডেমি প্রথমবারের মতো ১৯৯৫সালে তরুণ লেখকদের জন্য প্রশিক্ষণ প্রকল্প চালু করে যা নানাভাবেবিবর্তিত হয়ে বিভিন্ন সময়ে চলমান ছিল। বর্তমান কর্মশালাটি পূর্বেরযেকোনো প্রকল্প বা কর্মশালার চেয়ে কার্যকর এবং যুগোপযোগী হবে বলেআমরা আশা করি।

মোঃ মফিদুর রহমান বলেনতরুণ লেখকদের নিয়ে পৃথিবীর বিভিন্নদেশে নানা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। বাংলাদেশে বাংলাএকাডেমি  বিষয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে তা আমাদের সাহিত্যেরগতিপথ ইতিবাচক খাতে প্রবাহিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশাকরি। তিনি বলেনতরুণরাই আমাদের স্বপ্ন  সম্ভাবনার প্রতীক।প্রশিক্ষণ দিয়ে লেখক তৈরি করা যায় না- এটা যেমন সত্য তেমনি এটাওসত্য যে  ধরনের কর্মশালার মাধ্যমে তরুণ লেখকরা তাঁদের সৃষ্টিকর্মকেসর্বোচ্চ মানসম্মত করতে সহায়তা পেতে পারেন। তিনি আরও বলেনবর্তমান কর্মশালাটি সফল হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভবিষ্যতেএকে আরও বৃহত্তর রূপ দানে আগ্রহী।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেনতরুণ লেখকদের অপরিসীম আগ্রহেএবং যুক্ততায় বাংলা একাডেমির আয়োজনে লেখক কর্মশালাটিপ্রাণবান এবং কার্যকর হবে বলে আমরা আশাবাদী। সংস্কৃতি বিষয়কমন্ত্রণালয় এই কর্মশালা প্রণয়নে যে সমর্থন  সহায়তা প্রদান করেছে তানিঃসন্দেহে আমাদের উৎসাহিত করেছে। তিনি বলেনভবিষ্যতে এইলেখক কর্মশালা আরও বিস্তৃত করতে মন্ত্রণালয়সহ বাংলাদেশেরপ্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের আমরা পাশে পাবো বলে ধারণা করি।   

ছয় মাস মেয়াদি লেখক কর্মশালার জন্য মনোনীত লেখকদের বাংলাএকাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং তাঁদেরসঙ্গে বাংলা একাডেমির চুক্তি স্বাক্ষর হয়।