বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আজ ২৪শে মে ২০২৫ তারিখ বাংলা একাডেমির সাথে ১ বছর মেয়াদি গবেষণা-বৃত্তির জন্য নির্বাচিত গবেষকদের চুক্তিপত্র সম্পাদিত হয়েছে। চুক্তিপত্র সম্পাদনকালে নির্বাচিত ১০জন গবেষক নিজ নিজ গবেষণা-প্রস্তাবের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং গবেষণা-তত্বাবধায়কগণ তাঁদের প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সভাপতিত্ব করেন। এছাড়া, উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা, বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মোহাম্মদ হারুন রশিদ, ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন কুমার বাগচী, গবেষণা উপবিভাগের উপপরিচালক ড. সাইমন জাকারিয়া, সংকলন উপবিভাগের উপপরিচালক ড. কুতুব আজাদ, পরিষদ উপবিভাগের উপপরিচালক ড. সাহেদ মন্তাজসহ বাংলা একাডেমির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।